কষ্ট বিনা সুখ, ব্যাথা বিনা ভালোবাসা
অশ্রু বিনা নয়ন, বৃথাই চেষ্টা করা আশা।
সুখ সুখ করিয়া কাদিলেই কি সুখ পাওয়া যায়!
নয়ন যাকে দেয়নি ঈশ্বর, তাকেও অশ্রুটুকু দেয়।

হাতিয়ে চলা নয়ন ছাড়া, বিশ্ব-ভূবন কী চেহারা
নয়ন বিনা বাঁচা গেলেও, যায়না অশ্রু ছাড়া।
সুখের লাগি না ঘুরিয়া মনেরে কর শান্ত
তাতেই মিলবে পরম সুখ, কাটবে ভূল ও ভ্রান্ত।

পা’ দু’টি যার নাইরে ভাই, ভাবিস কি কথা তার?
জুতা দু’টি না পেলেই বুঝি, জগত অন্ধকার!
জুতা’র তরে সাধের জীবন, করিস নারে ভার
পা’ দু’টি না থাকলে বল, জীবনের কী সার!

ব্যাথা বিনা ভালোবাসা কে পেয়েছে ভূবনে
সে কি তবে প্রেম? ছলনা? নাকি মোহময় বাহানে?
প্রেম-পিড়ীতি হয় না জোড়ে, ভাগ্যের লিখন
ব্যাথা বিনা ভালোবাসার, আছে কি উদাহরন?

মনের সুখকে গুজে রেখে, খুজিস নকল সুখ
সুখের পাখী দেয় না ধরা, বাড়ে শুধুই মনের খড়া;
সুখ যদি হয় জুতো’র মধ্যে, ভালোবাসা ছুয়ে
অশ্রু তবে ঝরবে না তার, হৃদয় যাহার দু’য়ে।

কেকেবি-১৫.০৯.২০১৪।