আমার সাধের যৌবন যাচ্ছে চলে; ছলে বলে
কাজের ঠেলায়; বিষম ফাদে; হেলা ফেলায়;
সবার জন্য সবই সহজ; জলের মতো
কঠিন যত পৃথিবীতে; সবই হচ্ছে আমার বেলায়।

আমি কি দোষ করলাম; কি আমার ঋন
জানি না ঠিক; বুঝি না ঠিক; পাই না আদেশ - না উপদেশ;
কি করিলে মুক্তি পাবো; শোধ হবে সেই অজানা ঋণ
হৃদয় বাসন পূর্ণ হবে; বলছে না কেউ; যাচ্ছে চলে অমূল্য দিন।

আমার সাধের যৌবন যাচ্ছে চলে; ছলে বলে
খেয়ে আমায় খুড়ে খুড়ে; বেলা অবেলায়;
সইতে নাহি পারছি আমি; এ জ্বালা আর
যেমন করে তুষের আগুন জ্বলছে যেন; মাটির থালায়।

এ দুনিয়ায় একলা পেলো; নাদান পেলো; প্রভু আমায়
যাহার জন্য তৈরী এমন বিষাদ যাতন; লোহার বলয়;
পাইনা দেখা ভাগ্যদেবীর; যাহার সহায় ভাংবো শিকল; খুলবে দুয়ার
আঁধার থেকে মুক্তি পাবো; নতুন করে দেখিবো পথ আশার আলোয়।


KKB-20.09.2016