প্রিয় নবনিতা;
এভাবে অগোচরে চলে যাওয়া ঠিক হয়নি তোমার
বোঝাতে পারবো না ঠিক, কিভাবে যে বলি তোমায়!!
জানতেও পারিনি, কেন চলে গেলে! কোন অপরাধে!
হৃদয়ের প্রেমাঙ্গণ এক নিমিশেই ভরে গেলো শূন্যতায়।

যদি থাকতে পাশে;
হয়তো সদ্য ফোটা রোদের সাথে আরও কোমল হতো সকালটা
এই ভাপসা গরমেও, প্রেম আবেশে ভাসা যেতো দু’জনে;
ঝিরঝিরে বৃষ্টি’র পরন্ত বেলাটা আরও একটু ভেজানো যেতো
হয়তো আরও; আরও একটু বেশীই রঙ্গিন হতো এই শ্রাবণে।

শুভ্রনীল খন্ডিত মেঘগুলো ভেসে বেড়ায় মনের আকাশ জুড়ে
সকাল এখনও হয়, রোদহীন; বৃষ্টি এখনও ঝরে, অবিরত;
প্রেমহীন, রংহীন, হারানোর ভয়তে মিশ্রিত কন্টকময় সব
সময় এখনও বয়ে চলে; তবে সেটা শুধুই নিয়তি’র মতো।

ভালোবাসা কমেনি এতটুকুও, বেড়েছে ভালোবাসা হারানোর ভয়
প্রেমহীন যাতনায় দু:র্বিষহ, এলোমেলো হলো সব তোমার শূন্যতায়।।

KKB-13.07.2017