এক ঘরেতে যায় না থাকা, উঠছে জাতের কথা আজ
জন্মের আগে কোথায় ছিলে, জন্ম নিয়ে কি জাত হলে
লালন বলেন “জাত কারে কয়”, কেই বা ইহার অর্থ জানে
“জন্ম আমার ধন্য হলো” রইলো কি এ কথার মানে!!

কে হিন্দু বা কে মুসলমান, আছে কি লেখা কারো গায়ে
কে বৌদ্ধ হয় কে বা খ্রীষ্টান, দিল না কেন ছাপটি পায়ে
বুড়ীগঙ্গা বয়ে যায় ভাই, ডাকো নামে ভিন্ন ভিন্ন
এক আগুনে হয়গো রান্না, আলাদা করো “ভাত” আর “অন্ন”।

গোসলও হয় নদীর জলে, পাপ-গুনাহ যায় রসাতল
সেই পানিতেই ডুব দিয়ে হয়, কত লোকের তীর্থবল,
উদ্ভট উদ্ভট যত কথা, করছো “স্নান” না কি “গোসল”?
৭১ এর ৯ মাসে তো, ছিলনা এই জাতের বোল।

জাতির পিতা’র আহবানে, ৭১ সনে জনে জনে
যুদ্ধ করলো আপামর জনতা, কাধে কাধ, মনে ও প্রানে,
কত হলো শহীদ তাদের, কত হলো গাজী
উত্থান পতন অনেক হলো, মা-জননী সন্তান হারালো
বিশ্ব মাঝে স্বাধীন হয়েও, কেন বিভেদ হৃদয় মাঝে!!

এক ঘরেতে বাস করিতে, যদি জাতের দ্বিধা হয়
তবে এক “বিদ্যালয়” “বাসে” “ট্রেনে”
কিংবা “জাহাজ” না হয় “প্লেনে”
কোন হিসেবে রয়??

কি লাভ হলো রক্ত ঝরে, হা-হা-কারে
যুদ্ধ করে ৯’টি মাস;
স্বাধীন হলো ভূখন্ডটি, হয়নি স্বাধীন মানব মনটি
নিজের মাঝেই বিভেদ করে, আজি কাটাইনু পরবাস।

কেকেবি: ১৪.০৩.২০১৬।