পীড়িত’টা ৯ তেই শুরু হয়; 69 এ নয়
ভাবনাহীন জীবন স্বাধীন
কচি মনের দেয়ালটায় নানান রং-এর রংবাজি।


ছোট ছোট হাতে রেখে হাত, থাকেনা কোন জাত
কিছু না বোঝার তরে, কিছু বিষ্ময় ভরে
কে তুমি, কে আমি, সব মিলে একাকার
ভাবনাহীন সময় হয়ে যায় পার।


পীড়িত’টা ৯ তেই শুরু হয়; 69 এ নয়
১৭’র কলেজ কিংবা ২১ এর রঙ্গমঞ্চ
বিচরন যেথা উন্মাতাল এক অগোছালো জগতে।


একই পথে চলা একই ভাষায় বলা
অসীম সাহস বুকে, থাকে না হাড়ানোর ভয়,
বোকামি, ন্যাকামি, নষ্টামিতে ভরা পুরো হৃদয়াঙ্গন
প্রতিজ্ঞা সবার হৃদয়ে জড়ানো, করিতে জগত জয়!


পীড়িত’টা ৯ তেই জমে; 69 এ নয়!


কেকেবি-০৩.০৩.১৬।