যখনই “মা”এর ডাকটি শুনি
ভরে যায় মন; ভরে যায় প্রাণ;
ভূলে যাই দু:খ ব্যাথা-বেদনা; বুঝি
অমূল্য ধন এ জগতে তুমি মা-জননী।


কোন বিশেষ দিবসে নও তুমি “মা”
শীরমণি হয়ে রবে চিরদিন;
যদি নিজ চর্ম দিয়েও গড়ি তোমার পাদুকা
কোনদিনও শোধ হবার নয় আমার জন্ম ঋণ।


তোমার মতো কে আছে “মা” ভূবনে
খুজিতে চাই না আমি কোথাও;
তোমার স্বরূপ আমি
দেখিতে পাই না কোনখানে।
KKB-08.05.2016.