জীবন তরী চলছে ভেসে, যায় না দেখা দিক-কোণ
খরস্রোতের মাঝ সাগরে, যাচ্ছে ভেসে পথ হারিয়ে
বিশাল তরী’র ছোট্ট বৈঠা, অপার সাগর নির্জন;

চলছে তরী উদ্দেশ্যহীন, একলা নাবিক সঙ্গী-বিহীন
উথাল পাতাল ঢেউয়ের তোড়ে, নৌ-নাবিকের মাথা ঘোরে
কোন কাতারে রাখলে তরী, খুজে পাবে ষ্টেশন।

ফেলে আসা পথের খোজে, ঘুরছে তরী মাঝ সাগরে
কত বড় বৈঠা হলে, নাগাল পাবে সাগর তীরের
ভেসে চলছে তরীখানা, দেয়না ধরা প্রান্ত কোন;

কোন সাগরে ভাসছে তরী, খুজে ফেরে চন্দ্রবিন্দু
কোন লগিটা থাকলে পাবে, কর্তা বাবুর মনের সিন্ধু
ছোট্ট বৈঠায় তীরের সন্ধান, সম্বল মাঝি’র কঠোর মন।


KKB-16.01.2016