রেল লাইনের ঐ বস্তিতে, কত জীবন স্বস্তিতে
অর্ধাহারে অনাহারে, আবাসনহীন কতক জীবন
আবার কতক প্রাসাদেও, উদ্বিগ্নতায় করছে যাপন;

হাজার ফুলে বাগান ভরে, মালী’র সেবা দেয়গো রোজ
পথের ধারে অবহেলায়, বেনামী ফুল সুবাস ছড়ায়
হারায় কলি পদপৃষ্টে, নিলো না কেউ সে ফুলের খোজ;

বনের জীবন বনেই সুন্দর, খাচায় বাধলে তা বেমানান
পৌষ মাসেতে শীতই মধুর, বৈশাখ-জৈষ্ঠে গরম তেমন
কোকিলের সূর বসন্ত বেলায়, তেমনি জীবন যেখানে যেমন।

এ আধুনিক যুগেও এখন, আদিম মানুষ করছে বাস
বস্ত্র বিহীন নর-নারী, যন্ত্রের ফাকে তরবারি
বেনামী লোক থাকছে চূড়ায়, যোগ্য লোকের কৃর্তি নাশ;

অলৌকিক এ ভবের খেলা, সীমানা তার নেই যে কোন
কোথাও গুজব কোথাও মেকি, সত্যি শুনে অবাক সে কি!
মুখ খুচিয়ে নকশার রেওয়াজ, কোথাও উতসব টমাটিনো;

কার অভিশাপ কার বিচারে, চলছে এমন বারে বারে
নয় অভিশাপ না বিশৃঙ্খল, সৃষ্টিই শ্রষ্ঠা’র অদ্ভুত এমন
সৃষ্টির খেলায় উলটে পালটে, চলছে জীবন যেখানে যেমন।
KKB-07.02.2016.