জীবন এভাবেই চলে যায়
Past Is Always Past; Never Come Back;
Tomorrow Never Dies.


অনন্যারা কেদে ফেরে, লক্ষ অনুরা হারায় প্রাণ;
ঘর্মাক্ত অশ্রু যায় না দেখা, না সেই কান্না শুনতে পান।


ফসলের দাম উঠছে চড়ায়, কৃষকের ঘাম শুকায় খড়ায়;
সু-দিনের আশায় চাষীরা সব, ফসল ভরা মাঠেই হারিয়ে যায়।


জীবন এভাবেই চলে যায়
Past Is Always Past; Never Come Back;
Tomorrow Never Dies.


মরে গিয়েও যায় না মরা; বাচিয়ে রাখে আই.সি.ইউ’তে
রোগীর দেহে নাই কোন রোগ; বৈদ্য খুশি বেশী ফি’তে।


মহত হবার নেশা মাথায়, মহত মানুষ পাবে কোথায়
বানিজ্য বিতান হাসপাতাল রূপে; দীনের দৈন্যতা বাড়ায়।


জীবন এভাবেই চলে যায়
Past Is Always Past; Never Come Back;
Tomorrow Never Dies.


বীর সৈনিক ধুকছে অভাবে, অনির্বানরা ধোকা খায়;
ভবঘুরের হয় না অভাব, দালালের ভিড়ে দাতব্য হারায়।


শেখার জন্য নাই যে শিক্ষা, পন্ডিতের পান্ডিত্য বিক্রি যায়;
শিক্ষা এখন উপশিক্ষার অধীন, ভিক্ষাবিত্তিও ব্যবস্থাপক সভায়।

জীবন এভাবেই চলে যায়
Past Is Always Past; Never Come Back;
Tomorrow Never Dies.


KKB-03.05.2017.