“ফেসবুক-এ” একটি পোষ্ট ছিলো এরকম:
একজন বাঙ্গালী ‌‌‍”মা” তার “ছোট্ট দুধের সন্তানকে” রোদের মধ্যে হাটিয়ে নিয়ে যাচ্ছে এবং
তার “কুকুরটাকে” পরম যত্নে কোলে তুলে নিয়ে হেটে বেড়াচ্ছেন।
পোষ্টটি হয়তো অনেকেই দেখেছেন (ছবিটি সংরক্ষিত আছে)।
সবাই কি ভাবলেন জানি না, তবে আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে।
[“ঐ-রকম অতি আধুনিক মায়েদের” উদ্দেশ্যে এ কবিতাটি লেখা:]

অনন্ত প্রার্থনায় যে সন্তান পেলে পূজিতে
আজ তাকে রেখেছো পদ তলে;
কত অভাগা প্রাণ হারায় এমন নক্ষত্র খুজিতে
পায় না তবু সে মানিক ধন জীবনের অশ্রু জলে।

গর্ভের সন্তান করিয়াছো পর কুকুর উঠাইলে কাধে
এই কি সেই গর্ভধারিনি জগত জননী’র মাতৃ রূপ?

যে ধন পেতে করিলে সহ্য দশটি মাসের যাতনা
পেলে যাকে পূন্য অর্চনায় বিধাতার আর্শিবাদে;
সেই গর্ভের সন্তান হইলো পর আজ
কোলে তুলতে বাধে!!
KKB-01.06.2016.