হয়তো আসিব ফিরে আবার; এই দেশে
কীর্ত্তণখোলা’র তীর ঘেষে বয়ে যাওয়া এই নগরে;
যেথায় পাখী’র কলকলতানে; ভোর হয় প্রতিনিয়ত
শত শত রিক্সার টুং টাং ধ্বনিতে মুখরিত জনপথ।

হয়তো আসিব ফিরে; এই বাংলার কোন কোনে  
পূর্ব জনমে শৈশবের দিনগুলি কাটিয়েছি যেথায়;
হয়তো মানুষ রূপে আবার; হয়তো গাছ লতা পাতা
হয়তোবা শালিক টিয়া ময়না কিংবা; প্রজাপতির বেশে।

হয়তো আসিব ফিরে; কোকিল রূপে কোন বসন্ত বিকেলে
হয়তোবা ফল হয়ে ঝুলবো কোন বৃক্ষ শাখায়;
হয়তো সূর্য কিরন হয়ে ছড়িয়ে যাবো আলো
হয়তোবা ঢেউ হয়ে; আছড়ে পরিবো ধরায়।

হয়তো আসিব ফিরে; এই রূপসী-বাংলা মায়ের কোলে
চৈত্র দিনের সুভাষিত ফুল কিংবা শ্রাবনের মেঘ হয়ে;
হয়তো আসিবো ফিরে; নতুন কোন বেশে আবার
জল ফরিং হয়তোবা; মাছ হয়ে কাটিবো সাতার।

হয়তো আসিব ফিরে; সোনালী ফসল ভরা ক্ষেতে
কৃষানীর মুখের হাসি হয়ে, হয়তোবা দক্ষিণা বাতাস;
হয়তো আসিব ফিরে; গোধুলী বিকেল হয়ে ঐ দূরে
পূর্নিমার চাদ হয়ে হয়তোবা; জ্বালবো রাতের আকাশ।

আবার আসিব ফিরে; এই দেশে, এই আলো বাতাসে
কোন এক রাজহংসীর ছানা হয়ে হয়তো আবার;
হয়তো আসিব ফিরে; গান হয়ে কোন বাউলের কন্ঠে
হয়তোবা প্রেম হয়ে হৃদয়ে, কোন এক নবনিতার।।

হয়তো আসিব ফিরে আবার; এই দেশে!!
KKB-31.07.2016.