পৃথিবীটা সত্যিই ভীষন ব্যাস্ত এ সময়
ক্ষরতাপে উদ্বেলিত; রৌদ্র মিশ্রিত হিমেল হাওয়ায়;
অলস; জরা করে দেয়া এ জ্বলন্ত রোদ;
উত্তেজিত সবাই; এক ঘন বর্ষার অপেক্ষায়।

ছুটন্ত পথশিশুরা ক্লান্ত; ঘুমিয়ে পরলো গাছের ছা’য়ে  
যাত্রীরা জড়ো হলো অবিরত ঠাসা-ঠাসি’র ট্রেনে;
ভিক্ষাজীবিরা চাইছে না আজ ভিক্ষা; অবাক!
সবাই চলছে দেখো সামনে; হে তুমিও আসো এখানে।

হঠাত, উজ্জ্বল আকাশটা হলো কালো; শূন্য করে মাঠ
পাখীরা সব ডানা ঝাপটে ফিরে গেলো নীড়ে;
আকাশ আজ বদমেজাজী রূপে; নিস্ব করে তাহার বক্ষতল
উজার করে ঢেলে দিলো সব; জমানো ছিলো তাহার যত জল।

এই মধ্যদিবসেও মনে হয়; অমাবশ্যার রাত এলো নেমে
বালক-বালিকা-বুড়ো ভিজছে প্রাণ খুলে; ভিজছে সব যারা করে রোজগার
এমন বৃষ্টি’র দিনে কে আছে; দূরে চলে যায়!
কে আছো কোথা! এমন বৃষ্টি’র দিনে মুখ করে ভার।

KKB-25.03.2016.