(একজন কর্পোরেট চাকুরীজিবী):

মন পরবাসী, নেই কোন দাসী
সব কিছু একাকী করতে হয়;
গাড়ী-ঘোড়া ঠেলে, ছুটে যাই চলে
হলে একটু দেরী, মনেতে জাগে ভয়।

এই হলো শুরু, বুক দূরুউ দূরুউ
বস্ বুঝি আজ ধরছে ভূল;
শেয়ারে মন্দা, সকাল থেকে সন্ধ্যা
ছিড়েই চলে সবার মাথার চুল।

সব কিছু ভূলে, কাজ করি চলে
তবু নাহি বলে হয়েছে ঠিক;
মাঝে মাঝে ভাবি, কেন খাই খাবি
নিজেকে নিজেই দিচ্ছি ধিক।

তেরো বসে্র কাম, চলে অবিরাম
তবু সব কাজেতেই দোষ;
কাজ নাহি করে, সারাদিন ভরে
আড্ডা মেরেই চলেছেন জোস।

প্রমোশন তাদের, ১২ মাসে ১৩
আরও সুবিধা বাড়ছে অগাধ;
নাই কোন দাম, সেই এক খাম
শুধু পরে রয়, ধন্যবাদদদদদদদ।

ধন্যবাদ রাজ!
ধন্যবাদ ব্রাদার!
ধন্যবাদ বস্ ধন্যবাদ!!

কেকেবি-১৫.০৩.২০১৬।