(একজন কর্পোরেট গৃহিনী'র সারাদিন / সারা মাস):


সকালে উঠে চলছে ছুটে, ঘরে কত বাক
ছেড়ে জোড় হাক, সবাইকে জাগানো;
টুনটুনিকে ব্রাশ করানো, ছোট বাবুটি উঠছে নড়ে
স্নানের জল উনুনে চাপানো।

ঘড়ি টিন টিন, বড় বাবুদের তৈরী টিফিন
লাফিয়ে হাপিয়ে টেবিল সাজানো;
অফিস পোশাক, হাত ঘড়ি, তাড়াতাড়ি
কাল ছুটির দিন, স্কুলের ব্যাগ দৌড়ে আনো।

চুলের ফিতা, অফিসের জুতা
টুনটুনির পিতা দিচ্ছে ডাক;
যত তরিঘড়ি, সয়না দেরি
শ্বশুর বাবা ছাড়ছেন হাক;
সব নাহি হয়, গড়িয়ে সময়
স্কুল গাড়ী দিচ্ছে বেল;
এক এক করে ছুটে চলে সব
শাশুড়ী মাঙ্গে মাথার তেল।

হয়নি তো খাওয়া, সকাল থেকে রাত
এই করে যাওয়া;
ভাবনারা ঘোরে, সময় যায় বেড়ে
হয়না কিছুই পাওয়া;
এত্তসব করে মাথা যায় চড়ে
ছুটে যায় খানিক ধৈর্য্যের বাধ;
তবু ভাবে মন, নাহি অকারণ
পাই যদি কারো মনের সাধ;
কিছু নাহি পাই শুধু করে যাই
আসে না কোন প্রতিবাদ;
মাস শেষ হয়, করে নয় ছয়
শুধু পরে রয়, ধন্যবাদদদদদ।

ধন্যবাদ জানুউউউ!
ধন্যবাদ মা-মণি!
ধন্যবাদ বৌ’মা ধন্যবাদ!!
কেকেবি-১৫.০৩.২০১৬।