প্রার্থনা করো, উপোস করো কিংবা রাখো রোজা
অন্তরেতে বিদ্বেষ পুষে, যায়না রবকে খোজা,
সন্ধ্যে করো, নামায পরো কিংবা উপাসনা
সবই হবে মাটি তোমার, না ফিরলে সেই চেতনা।

বাড়ীর পাশের দূস্থ্যরা সব, জ্বলছে হা-হা-কারে
নিলো না কেউ খবর তাদের, সবই আমার সব আমাদের
মাথা গোজার ঠাই নাই, এক মুঠো খাবার চাই
পথের ধারে পড়ে থাকে, শরীরে যার কাপড় নাই
তাদের ফেলে ছুটছে সবাই, অজানা কোন পাহাড়ে।

অপুষ্টিতে ভূগছে শিশু, খাবার নেই মাথা পিছু
খিদের জ্বালায় কেদে মরে, আমরা করি মাথা নিচু;
হাজার টাকার দূধের বালতি, করতে ঢালি মনের শান্তি
শিব ঠাকুরও চায়না সে টা, মানুষ করেই চলে ভ্রান্তি।

ভক্তি কোন পণ্য নয়, টাকা দিয়ে কিনতে হয়
অন্যায় করে নিজের মতো, টাকা দিয়ে ভক্তি করো
এসব কিছুই পাপের কারন, অন্তরেতে জাগে ভয়,
ভক্তি হলো অন্তরাত্মা, মানব সেবায় বিলিয়ে দাও
ভক্তি করো অন্তর দিয়ে, দেবতারও হবে জয়।

পূজোয় রোজায় দিন পার করো, উচাটনে মন
কাহার কি বা সাধ্য আছে, বোঝাবে কোন জন।
অন্তর আগে নির্মল করো, শুদ্ধ হইও পরে
পাথর রেখে মানুষ ভজো, যাহা আছে ঘরে।

প্রার্থনা করো, উপোস করো, রাখো আল্লাহর নামে রোজা
অন্তরখানা খাটি করে, ডাকো তাকে ভক্তি ভরে
ক্ষুধার্তকে অন্ন দাও, দু:খিদের পাশে দাড়াও;
ঈশ্বরও তৃপ্ত হবেন, আল্লাহকেও খুজে পাবেন
শ্রেষ্ঠ হবে জীবনখানা, সার্থক হবে ভজা।

কেকেবি-০৮.০৩.২০১৬।