চাতক পাখীর           মতো তোমরা
                       চেয়ে থাকো আকাশ পানে
          লিখে শত কবিতা         প্রার্থনায় মন ভোলাও
                      বাধো প্রেমের গানে।


            বৃষ্টি হলেও       আছে বাধকতা
                     সীমাবদ্ধতাও আছে
            ডাকলেই সারা    যায় না দেয়া
                     অযথা ময়ূর নাচে।


           ঝরতে পারি      অঝোর ধারায়
                     হোক না যত কষ্ট
           অধীক কষ্টের     ফসল চাষীর
                   চাই না হোক তা নষ্ট।


           নিজের মতো       বৃষ্টি চাও
                    খড়াও নিজের মতো
           মাথার উপর      ছাদ নাই যার
                    তাদের কষ্ট কতো!


           গরম থেকে     বাচতে তোমরা
                    করো আমায় স্মরন
          দায়িত্ব আছে    তোমাদের অনেক
                    করো বৃক্ষ রোপন।


           ফুটানির জন্য     হচ্ছে এসব
                     নয় বিধাতার শাপ
                অতি বৃষ্টি           অনা বৃষ্টি
             বজ্রপাত  ও বেগুনী রৌদ্র তাপ।


        আধুনিক শহর     বানাও তোমরা
                  সঙ্গে বৃক্ষ রোপন করো
           হোক না যত            রৌদ্র খড়া  
        সুস্থ্য রবে তোমরা সবে, কষ্ট হবে না বড়।


     মুখিয়ে থাকো বৃষ্টির জন্য       উতসব করো
                   করো হুল্লোর গান
    গৃহহীন পথবাসী         বস্তিবাসী হয় না খুশী
                  তাদের দূর্বিসহ প্রাণ।


          তোমরা সবে           নিজের মাঝে
                     আমি আমি ময়
  ভূবন গড় সবার তরে যেন     যখন তখন বৃষ্টি ঝরতে
                  আমার কষ্ট নাহি হয়।


KKB-06.06.2017