অঝরে ঝরছে বরষ
মরমে লাগিলো পরশ
কত কথা বলে দিলো
কত ছন্দ বিলায়ে;

কত ব্যাথা ঘুচে গেলো
বর্ষনও ফোটায়।

আমি নির্বাক পথো ধারে
বাক্যহারা বৃক্ষ নীড়ে
তারে খুজে ফিরি একা
ঝরো বরষায়;

কার তরে বর্ষিল ধারা
কি গীত গাহিয়া গেলো
এমনও ধারায়।
KKB-23.06.2016