কথায় কথায় শুনিয়ে যাও আমায়
আমি আর আগের মতো নেই,
চলতি পথে জানিয়ে গেলে তুমি
বদলে গেছি সেই অনেকটা আমি।


আমিওতো বলতে পারি কিছু
শুনতে পেলে খেই হারাবে তুমি, পৃথিবী হারাবে কক্ষ পথ
সূর্য উঠবে না লজ্জায়, চাদ হারাবে তার রূপ
তোমারও কি লাগবে ভালো সেটা?
হবে কি তোমার মাথাখানি উচু?


তুমিও কি বদলাওনি এতটুকু?


শপথ করে বলতে পারি তোমায়
যতখানি বদলেছে পৃথিবীর সময়
তারও থেকে হাজারটি গুন তুমি
বদলে গেছো সেই তুমি এ ধরায়।


এত্তকিছুর পরেও
চিতকার করে জানাও জগতটাকে,
কাহার তরে বলো তুমি এসব?
স্বার্থপর, অর্থলোভী, ছলনাময়ী ভালোবাসা তোমার।

মুক্তমনের উদার ভালোবাসা
জলাঞ্জলী দিয়েছো কোন স্বার্থে?
হে ছদ্মবেশী!
তোমায় কি আমি দেইনি ভালোবাসা?
দেইনি কি আমার মুক্ত হৃদয়খানা?


জেনে রাখো এতটুকুই বলি
বদলায়নি তার কিছু মাত্র আজ
আজও আমি তোমায়ই ভালোবাসি।
কেকেবি-১৪.০৩.২০১৬।