আজি বসন্ত রঙে রঙে রাঙালো দিগন্ত!

পুষ্প ঝরিয়া পরে, পাখীরা গাহিছে গান
নদীতে আসিলো জোয়ার, ছড়িলো সুর বিতাণ
রঙ্গিন হইলো আকাশ, সমীরন অফুরন্ত
আজি বসন্ত রঙে রঙে রাঙালো দিগন্ত।

ফাগুন এসেছে বনে, হাওয়ায় শন শনে
ফুটিলো রবির কিরন, ভরিলো কলোতানে
হলুদ আবিরে রঙ্গিন, মনেরও সীমান্ত
আজি বসন্ত রঙে রঙে রাঙালো দিগন্ত।

হলি’র শত রংয়ে, মাতিলো সখীরা আজ
মাতাল হইলো ফাগুন, বিলায়ে যত লাজ
তোমরা কি শুনিতে পাও, ঝিঝি’র বারন্ত
আজি বসন্ত রঙে রঙে রাঙালো দিগন্ত।

এমন দিনে যারা, হয় না গৃহ ছাড়া
আমায় দিলোগো নাড়া, অনুভবে অন্তরে
হৃদয়ে বাজিছে সদা, যে সুর ঘুমন্ত
আজি বসন্ত রঙে রঙে রাঙালো দিগন্ত।

কেকেবি-২৩.০৩.২০১৬।