ফাগুনের আগুনে আজ, উজালা হলো এ মন
পিছু ফিরে দেখে না সে, নবনিতা ডেকে চলে
বসন্ত বেলা শেষ, খোলা মনো বাতায়ন।

একেলা উতলা পবন, ষোড়শীনি বাধে গান
বিদেশীনি দিশেহাড়া, প্রেমময় এ ভূবনে
বসন্ত দিয়ে গেলো, হৃদয়েতে এ স্বপন।

চৈত্রের পোড়া দুপুর, এলো মেলো উড়ো চুল
ব্যাকুলতা দেখা দিল, সন্ধ্যের ঝড়ো হাওয়ায়
বসন্ত বলে গেলো, কেড়ে নিয়ে বন ফুল!

উতসব দ্বারে দ্বারে, মন তাই উড়ু উড়ু
গালেতে বর্নমালা, দু’হাতে দোতারা ঢোল
পান্তা ইলিশে আবার, বৈশাখী হলো শুরু।
KKB-11.04.2016.