বসন্তের ঝড়ে পরা পত্র পল্লবে
রঙ্গিন হলো আজই আমার এ পায়ে হাটা পথখানি;
সবেতেই আচর লেগেছে আজ বসন্ত রংয়ের
তাইতো রঙ্গিন হলো কালো পিচের পথের কিনারাও
রঙ্গিন হলো ষোলআনা ধূসর ঝিলিকহীন আমার মনখানি।

গুটিয়ে নিয়ে সূর্য তাহার আলো
সন্ধ্যা নেমে আসলো এ ধরায়
চারিদিকে কিছু নিরবতা;
দোকানীর চা নাড়ার শব্দে
ফিরে পেলাম হৃদয়ে সজীবতা।

তিন চাকার বাহনটি চলে যায় টুং-টাং ঘন্টাটি বাজিয়ে
আস্তে করে দু’একটা মটরযান ধীর গতি নিয়ে চলে অবিরাম
বুঝলাম তাই, রয়েছি আমি শহরের পথ ধরে;
তাপহীন সন্ধ্যায় হেটে চলি নি:সঙ্গ পথিক আমি
বাতাস আমায় হালকা বুলিয়ে উড়িয়ে দিল পাতাগুলো খানিক দূড়ে।

এমন দিনে ঘরে ফিরে যেতে ইচ্ছে হয় না একাকী
নিলয় বাতাসটুকু বলে যায় কত কথা কানে কানে;
রঙ্গিলা বৃক্ষরাজী আজি হয়েছে মাতাল
পাতাহীন অনাবৃত শরীরখানা মেলে
মাতিলো তারা আজি নব যৌবনের আগমনে।

কোন এক নবনিতার চাহনিতে চঞ্চল হলো মন
উচাটন মনটিকে রাঙিয়ে দিয়ে গেলো
এ বসন্ত বেলায়।

কেকেবি-১৪.০৩.২০১৬।