বসন্ত আসে, বসন্ত চলে যায়
রেখে যায় শুকনো মচমচে পাতার ধ্বনি;
বর্নহীন, কঠিন ব্যাথাগুলো বিলিয়ে দিয়ে
অগোচরে, নি:শব্দে চলে যায় স্বজনী।

পৌষে শীষ আসে, নতুন বারতা নিয়ে
প্রকৃতি আন্দোলিত, করে যায় হেমন্ত;
শরতের কাশফুল, আলোড়িত করে মন    
ব্যাকুলতা ছড়িয়ে, চলে যায় বসন্ত।

নদীর কলতান, সাগরেতে মিশে যায়
রাতের তারাগুলো, চক্ষু বোঝে ভোরে;
শৈশবের চেহারাগুলো, বদলায় আদল
অন্ধকারে জোনাকিরা, আধার খুজে ঘোরে।


KKB-01.04.2017.