মানব জনম হয় যদি বিধি’র আশীষ
হয় যদি এ শ্রেষ্ঠ মানব জনম;
বেঁচে থাকায় কেন এত বিড়ম্বনা?
সইবো কেন এমন বিষাদ যাতন।

মানব জনম হয় যদি ভাই, অঢেল পূর্নের ফলে
এমন জনম মেলে কদাচিত ও অসীম সাধনে;
বিশৃঙ্খলিত সৃষ্টি হলো কেন মানব বিশ্বে?
কারো জনম সুখের; কারো কেন অভাব-অনটনে।

মানব জনম শ্রেষ্ঠতর হয় যদি প্রাণিকূলে
কেন হয় এমন ধ্বংশ-জজ্ঞ? কার ক্ষোভে বা আশীষে?
বিদ্রোহ বৈষম্য আর; জগতজুড়ে হা-হা-কার
মানব বিশ্ব জ্বলছে কেন? কাহার শাপের বিষে?

জড়া ব্যাধি অনাচার, ধ্বংশ বিনাশ নির্বিচার
ধৈর্য্য নেই, শান্তি নেই; বিভেদে বিষাদময় চরম;
স্বার্থ-হিংসায় মত্ত জীবন; সর্বশ্রেষ্ঠ কিছুই নয়
সৃষ্টি সেরা হতেও পারে; অভিশপ্ত মানব জনম।


KKB-17.06.2016