জানি দেখা হবে একদিন
হবে হয়তো বসা মুখো-মুখি
হাতে রেখে হাত, হাঁটা-হাঁটি দু’জনে;
হারাবো হয়তো কোন দূর অজানায়
চোখে চোখে কথা হবে না-বলা
কোন অশ্বত্থের তলায় নিরজনে!

কাজে মন নাহি বসে কিছু
উচাটন মন আমার, তোর লাগি হে
এ অবেলায় সময় নাহি যায় ফুরিয়ে;
একটিবার দেখা দিয়ে যাও মোরে
আমি দেখিবো চাঁদ বদন তোমার
ঐ দূরে হেথা দাঁড়িয়ে!

কে আছো কোথায় তোমরা
হে বন্ধু আমার, হে স্বজনী আমার
আজ শুধু সে আশায় বসে আছি একা;
এমন আষাঢ় বাদলও দিনে
কার তরে ক্ষণ গুনে যাই  
দেখা দাও হে প্রাণো সখা!

KKB-15.06.2016