জীবন মানে ঠান্ডা ঘরে বোসে বোসে সিনেমা দেখা নয়
জীবন মানে ফাকা বুলি’র ফ্লুকি উড়িয়ে উপদেশ দেয়া নয়;
জীবন মানে এল.ই.ডি-তে খবর দেখে চমকে গিয়ে, হচ্ছে কিসব!
জীবন মানে নয় যে কোন গভীর রাতের মাতালো উতসব।                        


ভাগ্য বলে চাওয়ার আগেই অনেক মেলে; সেতো জীবন নয়
জীবন মানে বলতে গেলে চমকে যাবে; লাগবে ভীষন ভয়;
জীবন মানে অনেক গভীর; যায়তো বলা আরো কঠীন সব
জীবন মানে আশি’র বৃদ্ধের বোঝা বহন; দিবা-রাত্রী খিদা খিদা রব।


জীবন মানে অভাব মোচন দু’টি টাকার জন্য রোদন
জীবন মানে শক্তি আছে কর্ম নাই; বড় দাদা’র দয়া নাই;
জীবন মানে পৌষ মাসে পেটের জ্বালায় ভিক্ষা করা দ্বারে দ্বারে
ঘরে ফিরে অভাবী মুখ; যন্ত্রনাতে রাত কাটানো আধার ঘরে।


জীবন মানে ভালো ছেলের বকে যাওয়া বক্র পথে
জীবন মানে ধাক্কা খাওয়া রাজ্য পথের দামী রথে;
জীবন মানে সাধের যৌবন বিলিয়ে দেয়া সস্তা দামে
জীবন মানে নিজের কর্ম বিনা দামে পাবলিক ফার্মে।  


জীবন মানে তোমার আমার একটাই পথ আলাদা হওয়া
জীবন মানে টাকার অভাব বিয়ে হয়না পালিয়ে যাওয়া;
জীবন মানে লড়াই করো বাচার জন্য পদে পদে
জীবন মানে বাচতে গিয়ে জীবনই শেষ; চিরতরে বিদায় নেওয়া।  
KKB-30.10.2016