আগেও হয়েছে এখনও হয়; প্রতিনিয়ত আমার আফসোস হয়;
ভালো-মন্দ বুঝতে শেখার পর থেকেই এ শব্দটা আমায়
আষ্টে-পৃষ্ঠে বেধে নি:স্বার্থভাবে সঙ্গী করে রেখেছে।
ক্ষুদ্র থেকে শুরু করে সব কিছুর জন্যই আফসোস করতে হয়েছে;
বহুবার; অগণিতবার; অসংখ্যবার করেছি এই শব্দটার ব্যাবহার।
তবে তোমার জন্য নয় জেনো।


এ মুহুর্তে যে মানুষটা তুমি রয়েছো
বছরের কয়েকটা দিন সামনা-সামনি ঘোরা ফেরা করো;
অনিচ্ছা সত্ত্বে আমাকেও করতে হয়;
তোমার জন্য এক বিন্দুও আফসোস হয় না আমার;
এটা ইচ্ছাকৃত নয় জেনো;
তোমার সব রকম দূর্বলতা থেকেই আমার এ অনুভুতির সৃষ্টি।


বিনম্র শ্রদ্ধা আসে না তোমার জন্য;
তোমাকে নিয়ে ভালোবাসা, ভালোলাগা কিংবা
শোভনীয় অনুভুতির সৃষ্টি হয়না এখন আর।
সেগুলো হারিয়েছো তুমি নিজেই, নিজ গুনে;
এক প্রকারের সস্তা দয়া আসে হৃদ মাঝারে;
করতে হয়, তাই রোবোটিক কর্তব্য করে যাচ্ছি প্রতিনিয়ত।


যতদিন বেচে থাকবো এ গ্রহ মাঝে;
যতদিন এ দেহে রবে প্রান
এ শব্দটা আমায় মুক্তি দিবে না হয়তো।
হয়তো আফসোস করেই কাটাতে হবে চিরদিন;
একজন সত্যিকার পিতার জন্য আফসোস থাকবে আমৃত্যু;
জন্মদাতার জন্য নয়, তোমার জন্য নয় জেনো।


KKB-10.09.2016