তুমি তো কথা রাখোনি স্বর্ণালী পূর্নিমার সেই রাতে,
তুমি আজ নেই কার জন্য দুয়ার খুলে
দাঁড়িয়ে থাকবো অপেক্ষাতে ?
কারই বা জন্য লিখবো কয়েক পাতা গিতিমালা?
না আর বোধ হয় তোমার জন্য সাজাবে
কেউ বরণ ডালা ।
তোমার আমার জীবনে জুরে আসা সব উৎসব,
এক নিমিষে নিয়ে গেল সমস্ত কলরব।
তুমি আজ নেই কার সাথেই বসবো একই
ছাতার তলে ,
কে আজ বলবে তোমার মায়াতে
বেঁধেছ চাহনীর বিহ্বলে?
আমার প্রশ্ন গুলোর উত্তর আজও পায়নি
কারন তুমি তো আজ নেই!


মল্লিকপুর, স্বরূপনগর।