শুনছো বসুন্ধরা সেদিন তুমিই তো বলেছিলে
একটা কবিতা লিখবে আমার জন্য?
বলেছিলে সেই কবিতায় শব্দের সাথে শব্দ
বসিয়ে হয় যেন সত্যিই অনন্য।
তোমার লেখা সেই কবিতাটা পড়ে
আমার আসে যেন শিহরন,
সে কবিতার ভাষায় যেন মুছে
দেয় সম্পর্কের দূরত্বের আবরণ ।
সে কবিতা পড়ে যেন আমার ভাঙা হৃদয়
আবার এক নিমিষেই জুরে যায়,
শত মান অভিমান ভুলে গিয়ে
আমার এ মন আবার তোমায় ফিরে পেতে চায়।
আর হ্যাঁ সে কবিতায় যেন আমার ছবি
ফুটে ওঠে প্রেম বিরহের ভাষায়,
কবিতাটা পূর্ণতা তোমার
কলমের ছোঁয়ায় আর আমার ভালোবাসায় ।
সে কবিতার যেন আত্মপ্রকাশ ঘটে
“শুধু প্রেমিকার জন্য ” নামে এক সংকলনে,
কবিতাটা আমায় উপহার দিও প্রিয়
সখীর উৎসবের আলিঙ্গনে ।
হ্যাঁ বসুন্ধরা তোমার জন্য
লিখবো না শুধু কবিতা
লিখবো গল্প,গান,উপন্যাস
যদি থাকে আমার প্রতি তোমার আন্তরিকতা।


মল্লিকপুর, স্বরূপনগর।