গভীর রাতে সময় যেন নীরবতার কাছে থমকে
গিয়ে জিজ্ঞেস করে ,
ওরা কি জানে প্রেমিক মানুষ কাকে বলে?
যদি না জানে তবে নামি দামী নোটবুকে নয়
বরং নিজের নিজের বিবেকের কাছে প্রশ্ন করো
উওর একদিন পাওয়া যাবে।
সত্যই ওরা নিজের সমস্ত দুঃখ দুর্দশাকে
তাচ্ছিল্য করে প্রেম ভালোবাসার সাথে ,
যদি এতোই প্রেমই থাকে মনের গভীরে
তবে সে প্রেম বিলিয়ে দাও না কেন সমাজের
দুঃখিদের জন্য।
এখনো অনেক অভুক্তরা একটু প্রেমের
আশায় বসে আছে আধপেটা হয়ে,
বসে আছে আজও দিনের পর দিন একটা
কর্ম সংস্থানের আশায় যেমন থাকে গ্ৰীষ্মে
চাতক পাখি ।
আজ তোমাদের সহানুভূতি - সমব্যাথির মূল্যবোধ কোথায়?কোথায় তোমাদের সেই অসীম প্রেম ?
বঞ্চিতদের বারে বারে কেন মিথ্যে কথা দাও
রঙিন ফুলে সাজানো বড়ো মঞ্চে কিংবা সভা সমিতিতে?
নিজেদের সুসভ্য প্রেমিক মানুষ বলে কেনইবা
দাবি করো ?
হয়তো একদিন তোমাদের বিবেক নতুবা মনুষত্ব সে প্রশ্নের উত্তর দেবে যে 'তোমরা কি প্রকৃত প্রেমিক মানুষ'?
মল্লিকপুর, স্বরূপনগর।