হঠাৎ একদিন আমরা মুখোমুখি হব।


তুমি দাঁড়িয়ে যাবে;


আমিও কাছে যাবো;


তুমি নিশ্চুপ থাকবে;


আমিও নিরব রবো।



তারপর নিঃশব্দে কিছু একটা বলবো -


তুমি মৌনতা ভাঙবে;


দুজন একটু হাসবো;


ছোট কিছু প্রশ্নোত্তর হবে;


হয়তো স্মৃতিরা উঁকি দিবে।



অনুভব করবো কত দুরত্ব দুজনার -


হাসি-ঠাট্টাগুলো আজ মৃত;


অভিমানগুলো ধুলোর চাদরে ঢাকা;


অধিকার বিলীন;


অনুভূতিরা মলিন।



একটু সময় নিয়ে বসবো সবুজ ঘাসের 'পরে -


তুমি জানাবে কেমন আছো।


আমিও বলবো কত কথা;


জমানো কথা শুনবে;


হয়তো হাসবে;


নয়তো ব্যথিত হবে,


কিংবা অনুতপ্ত।



এমনি করে সময়টুকু কেটে যাবে -


অতঃপর বেলা ফুরিয়ে আসবে।


ব্যস্ত হয়ে যাবো দুজন;


বিদায় জানাবো পরস্পরকে।


হয়তো মনে হবে -


সময় কেন দ্রুত চলে?



মনকে প্রশ্ন করবো -


আবার কি মুখোমুখি হবো?