বুঝলি খোকা এই অকালে
হঠাৎ কখন যাব চলে;
     পেকে যাওয়া আমের হলো এমনি স্বভাব-
বোটা হতে হটাৎ কখন
এক নিমিষেই হবে পতন
     বন-বাদাড়ের কীটের সাথে রবে না আর ভাব।


পেকেছে এই চুল ও দাড়ি,
শরীরখানা লাগে ভারী,
     সাতটি দশক পার করেছি ভবের গাছে ঝুলে।
কুজ্ঝটিকায় গা ভেসেছি,
কত ঝড়ের ঘাত সহেছি-
     পাকার আগে বোটাখানি শক্ত ছিল বলে।


আমের যখন হয়রে বয়স
শুকিয়ে যায় আঁঠালো রস,
     তেমনি আমার দেহখানি শুকিয়ে কংকাল-
হটাৎ  যদি পড়ি খসে
কাঁদিসনে বাপ বসে বসে
     কবর দিয়ে গোরস্থানে ঢাকবি রে জঞ্জাল!


       ----রচনা ২৪ জুন, ২০১৭