পবনে পবন নাচে দোচালার পর,
ঘনিয়েছে চারিধারে নিকষ আঁধার,
চমকিত বজ্রনাদে গেহ শতবার-
সমুখে সবেগে ধায় তীব্র ক্ষিপ্র ঝড়;
ক্ষীণ হীন জীর্ণ খুঁটি সদা নড়বড়
সর্বস্ব উজাড়ে তারে প্রতিরোধ করে-
স্বীয় শির ঊর্ধ্বে রাখি’ চাহে দাড়াবারে
ঝড়ের আঘাতে যত হউক জর্জর।


প্রবল ঝড়ের মুখে দোচালার আশ
ক্ষুধার্ত চিতার মুখে মৃগের সমান-
নেহাত মরণ হতে বাঁচার প্রয়াস
সতত সজাগ রাখে প্রতি হীন প্রাণ।
তবু ধরাতলে ওড়ে প্রলয় কেতন,
কভুও সে দোচালারে করেনা যতন।


#সনেট


--৩১ মে, ২০১৭