অখণ্ডিত অবসর, কাটেনা সময়;
দীরঘ বরষ শেষে করমে বিরতি।
সহসা এ অবসরে পুরাতন স্মৃতি
পুরনো স্বজন সনে উচ্চারিত হয়।
দীরঘ দিনের পর পিতার আলয়-
আত্মার আত্মীয়দের মুখরিত রব;
পুরাতন প্রতিবেশী, বাল্যবন্ধু সব
শর্তহীন ভালোবাসা দেয় অতিশয়।


অতিথির বেশ যেন স্বীয় গৃহময়-
চারিদিকে ধুমধাম খাতির যতন;
জন্মাবধি জন্মস্থান করেছে সঞ্চয়
স্বজনের ভালবাসা যেন অকারণ।
দূর হতে যতবার তাই আগমন-
আপ্যায়নে শান্তি দেয় এ কোন বাঁধন!


#সনেট