প্রত্যহ প্রত্যূষে আসে পত্রিকা-
কত না সহজভাবে কত কি লেখা!
হাসিমুখে পাঠ করি নানান খবর-
অপহৃত নারীর মেলেনা কবর!
পাতায় পাতায় ভরা দুঃসংবাদ-
খুন, ধর্ষণ, চাঁদা- নানা অপরাধ।  
ধ্বসে পাহাড়, মরে ভূমিহীন জন।
কেউ দখলে নেয় সরকারি বন।  
বানভাসি মানুষেরা জলে ভাসে,
অট্টালিকায় বসে মডেল হাসে।


ত্রাণের আশায় কেউ পাতে হাত,
নেতায় লুটে-ত্রাণের ডালভাত।
টাকার অভাব- চলে আত্মাহুতি
ধনীর স্বভাব- ব্যংকে ডাকাতি।
ভাঙা, সরু সড়কে চলন্ত গাড়ি-
চলে টক্কর, পাল্লা- পাড়াপাড়ি।
দুর্ঘটনা, মৃত্যু- প্রত্যহ চাক্ষুষ -
চলে আন্দোলন- চালক নির্দোষ!      

বস্তির গলিতে অসৎ প্রেম নিবেদন,
অমতে শরীরে অ্যাসিড নিক্ষেপন!
সরকারী হাসপাতাল- চিকিৎসা নায্য,
সুযোগে রুগী-সম্ভোগ অনিবার্য।
অফিসে অফিসে দুর্নীতির ধুম,
অসৎ উদ্দেশ্যে চলে হত্যা, গুম।
চলে রাজনীতি, হানাহানি কাটকাট-
নেতায় সৌহার্দ, জনতায় রক্তপাত।  
  
রঙিন খবরের পাতা – রক্তলাল,
সাংবাদিক-সম্পাদকের সু-কপাল!
গরম খবরে মাতোয়ারা দেশ,
বিজ্ঞাপনের চাপে পাতা শেষ।
ক্রীড়ার জয়ে গর্বিত দেশবাসী,
খেলোয়াড়ের পুরুস্কার, মুখে হাসি।
সরকারে ফুলায় বুক, করে দম্ভ-
প্রত্যহ প্রত্যূষে পত্রিকায় হতভম্ব!


   -- রচনা, ১২ জুলাই ২০১৭।