## গত কিছুদিন আমার অতি প্রিয় ও শ্রদ্ধেয়
কবি 'সঞ্জয় কর্মকার' আসরে উত্তরে উত্তরে
নামে গুটি কয়েক কবি'র নাম ধরে কবিতা
প্রকাশ করছেন; কিন্তু প্রশ্ন হলো আসরে
তো অনেক কবি- সকলের নামে কি তিনি
কবিতা দিতে পারবেন? চিন্তাটি মাথায়
আসতেই নীচের কবিতাটির সৃষ্টি। এটা নেহাত
তামাশা- কোথাও ভুল হলে ক্ষমা করবেন।##


কত কবিদের নামে কত লেখা হয়;
পাঠকেরা পড়ে তাহে মনে দ্বিধা লয়-
বড় বড় কবিদের নামডাক কত!
আসরে তাদের নামে রচিত সতত
কাব্য-অনুকাব্য আর শ্রদ্ধাঞ্জলী বাটা,  
বাকি কবিগণ কি সব বলির পাঁঠা?


মিলিবে উত্তর জানি অতীব জঘন্য-
'বাকি কবি কোথা পেলে? সকলি নগণ্য।
এখানেও বন্ধুত্বের স্বার্থ কিছু আছে,
সকলে আপন নহে, না সমান কাছে।
কবিতায় দুধ-ভাত দেই যেই জন
সে জন সবার চেয়ে অধিক আপন।
তাই তাঁর নাম ধরে কাব্য লিখি যত
বাকি কবি ভাবনায় নেই আপাতত!’


  --১১ জুন ২০১৭