লহ লহ মোর প্রণয়ের মালাখানি-
নিশীথে একেলা জাগি’ শোনাবে আমায়
         প্রেমেরও হাজারো বাণী।
   লহ লহ মোর প্রণয়ের মালাখানি।


    চিত্তে আমায় দিবে নব ভরসা-
  প্রভাতে মিলিবে যত ঘন তমসা।।
প্রণয়ের রাতি         প্রমোদে মাতি’
পরাগ প্রোথিত হোক শ্বেতকামিনী।
  লহ লহ মোর প্রণয়ের মালাখানি।


   ওগো নব জীবনের মহা কিনারি,
কূলেতে তোমার এসে থামুক তরী।।
   ঝঞ্চাবাতে        সুনামি রাতে
তব তরী বেয়ে পাড়ি দেব যামিণী।            
  লহ লহ মোর প্রণয়ের মালাখানি।


  
*এখানে 'কিনারি'- 'কিনার' এর স্ত্রী-রুপ


  -- রচনা ১৪ জুন ২০১৭