‘আজকে কাজে আটকে গেছি আজ যাবনা বাড়ি,
ঘরের ভেতর আজ সারাদিন চালাও খেলনা গাড়ি।
ইউটিউবে রাইমস দেখ, টেন্ট-হাউজে খেলো,
ডল হাউজে সাজিয়ে রাখো টেডি বিয়ারগুলো।
নানুর সাথে গল্প করো খেলনা মোবাইলে,
হারমনিতে সুর তোলো আজ মনটা খারাপ হলে।
দুপুরবেলা খাওয়ার শেষে ঘুমাও তাড়াতাড়ি,
আজকে কাজে আটকে গেছি, আজ যাবনা বাড়ি।


দুষ্টুমিটা কম করিও মাম্মী’র কথা শুনো,
শূন্য থেকে শুরু করে একশোবধি গুনো।
ম্যাজিক স্লেট হাতে নিয়ে ইদুর-বিড়াল আকো,
টিকটিকিটার আসা দেখে ভয়ে দু’চোখ ঢাকো।
রাইডিংএ তে ঘুরে বেড়াও ঘরের সকল গলি,
রকিং ঘোড়ায় সাবধানেতে করো দুলাদুলি।
ছবির খাতায় আঁকতে থাকো কাঠবিড়ালির দাঁড়ি,
আজকে কাজে আঁটকে গেছি আজ যাবনা বাড়ি।‘


--রচনা, ৬ মে ২০১৭