স্মৃতির মণিকোঠায় যখন দেখি তোমার নয়ন দু’টি
কোন বিষাদের ছুরিকাটি যাই যে আমার হৃদয় কাটি’!  
চোখ দু’টিতে অনর্গলে যেন লেজার রশ্মি ছোটে-
তীক্ষ্ণ সূচের শূল যেন দুই চোখে আমার অমনি ফোটে!


স্মৃতির মণিকোঠায় তোমার অধর যখন পাপড়ি-রাঙে
কোন বিষাদের ঝড় এসে এই হৃদয় আমার শুধুই ভাঙে!    
লোহিত বরণ পাপড়ি হতে রংবেরঙের আলোক ফোটে,
সেই আলোতে নয়ন আমার দিনেরবেলায় ঝলসে ওঠে!  


স্মৃতির মনিকোঠায় তোমার চরণ যখন হাঁটতে থাকে
বক্ষ আমার জমিন হয়ে কাঁদামাটির পথটি ঢাকে;  
বুকের পরে ধাপে ধাপে উঁচু হিলের মুগুর পড়ে-
সোনারঙের চরণ ছুঁতে বুকে আমার রক্ত ঝরে!  


স্মৃতির মণিকোঠা আমার বিষাদের এক বায়স্কোপ-  
বাতায়নে ভাসতে থাকে বাহারি ওই রূপের টোপ!  


    --১১ জুন ২০১৭