নদী কলকল বারি ঝরঝর আজি এ শ্রাবণবেলা,
আজি ওপারে খেয়া পারাপারে তবু নাহি অবহেলা।
আজি এ নিশীথে কলকল সোতে বহিছে ঝরণাধারা,
আজি আকাশে আজি বাতাসে মেঘেরা ছুটিছে ত্বরা।
আজি ধরাতলে টলমল জলে খেলিছে পাতিহাঁস,
ফসলের মাঠে ধেণু চলে ছুটে হাসিছে দূর্বাঘাস।
আজি এই ক্ষণে অলস নয়নে বসে ভাবি একেলা
মাঠ পেরুনো মা-কে কাঁদানো আমার কিশোরবেলা।
স্মৃতির খাতায় অনেক পাতায় অনেক ছবি আঁকা,
পাখির গলে শাপলা ফুলের মাল্যচিত্র লেখা।
আজি কেন বল আঁখি ছলছল কিসের অন্বেষণে
মনোরথ ছুটে স্মৃতি মনিপুটে শুধুই স্মৃতির টানে!


--রচনাকাল, ১৯৯৬ সাল