সবকিছু আছে তবু কিছু নাই;
বুঝনি তো আজো কত নিরুপায় -
তোমারে হারায়ে জগতের মাঝ
বেঁচে আছি শুধু ভুলে সব লাজ।
নতমুখে শুধু পথপানে চাই
যেই পথ তব সুরভী ছড়ায়-
তব চলা শেষে অতি ভালোবেসে
সুরভী বাতাসে পরাণ জুড়াই।


রূপের আগুনে ফুলকি ছড়ায়
যদি দেখে ফেল পুড়ে হব ছাই,
চিনিতে না পারি সেই ভাবনায়
আঁখি দুটি ঢাকো রোদ চশমায়।
আগুনের শিখা রোদ চশমাতে
রঙধনু খেলে মিলে যায় ধীর।
আপন দেয়ালে বাঁধা পেয়ে তির
বাঁচিয়েছে কত আমার শরীর।


লুকিয়ে লুকিয়ে থাক ভিন বেশে,
ভ্রান্তির ছলে যেন দূরদেশে
নির্বাসনের বেড়াজালে বেঁধে
রেখেছ আমায় অনেক সেঁধে।
নিজেকেই তবু গোপন রাখিতে
পেরেছ কি কভু আপন আলয়?
এই ভিন বেশে যবে দেখা হয়
স্বজন তোমায় চিনিতে না পায়!


  --রচনা, ১০ জুলাই ২০১৭।