প্রলাপে বিলাপে মরি প্রলাপে বিলাপে,
জারি এই রোনাজারি জারি অবলেপে।
স্বপনে তোমারে স্মরি, লোচনে তোমারে হেরি,
অহেতুক খুজে মরি হৃদয়েরে সঁপে।


যতনে রেখেছি ওরে হৃদয়ের কোণে
সদা জপি তারই তরে জপি অকারণে।
সকাশে স্নিগ্ধ তুলি' মাতিয়ে কানন-ধুলি
ফূটিল কুসুমকলি কিসেরই নিদানে-
যবে মঞ্জরী-বৃতি-দল ঝরিবে সমীরণে?


বেদনার বীণবনে এই তনু ক্ষীণমনে
রাগীনি'র রাগ সনে বাজে অনুরাগ।
স্বসুরে মুগ্ধ করে রাগীনি'র রাগ
অনলে দগ্ধ করে অবিস্মৃত দাগ।