(অতি স্বল্প সময়ে আসরে আমার অতি প্রিয় কবি শ্রদ্ধেয় ডঃ সুজিত কুমার এর প্রতি শ্রদ্ধাঞ্জলী)


আধুনিক কবিদের বড় দীনতা
ছন্দ ছাড়াই রচে শত কবিতা,
ছন্দের সন্ধান যদিগো মেলে
অর্থের দ্বন্দ্ব প্রতি পলে পলে।
ছন্দের সন্ধানে হতবিহবল-
ভাবনা হারায় যবে গভীর অতল।
হেথা ছন্দের আজি এমনি আকাল
সেথায় সনেট বুনে সকাল-বিকাল!
প্রিয় কবি ডক্টর সুজিত কুমার
তোমার সনেট করে মুগ্ধ অপার!


শব্দের পলে পলে একি কলতান
একদিন না পড়িলে মন উচাটান
করে প্রতিক্ষণ, তাই গভীর ধ্যানে
বসে থাকি দিনভোর আসর পানে-
হে প্রিয়, সনেটের নব রূপকার
তোমার সনেট করে মুগ্ধ অপার!