আজ অফিসে কাজের ফাঁকে লিখতে গেছি পদ্য
ক্ষণেক ক্ষণেক ফোন আসে আর ইমেইল আসে সদ্য,
কাস্টমারের নোটিশ আসে কোয়ালিটির জন্য,
লেখার মাঝে বেচতে গেছি চাকরি নামের পন্য!
কর্মচারী মুখ কুঁচিয়ে করছে ছুটির আবেদন,
সহকর্মীর মোবাইলে নিত্য বাজে রিংটোন,
কর্মকর্তার হুকুম আসে পদাধিকার বলে,
তবু যেন নেশার মত পদ্য লেখা চলে!
হরেক সুরের মাঝে আমার সুর হারল পদ্য-
পদ্যলেখায় মাতাল আমি আন রে ডেকে বৈদ্য।
পদ্য লেখা শেষে দেখি নেই কো তাতে ছন্দ-
হাঁটে লেখা পদ্য যেন ছড়ায় মাছের গন্ধ!
বাসায় ফিরে আবার ভাবি লিখব নতুন করে,
বাচ্চাগুলো দু’দিক ঘিরে কিচিরমিচির করে।
খানিক বাদে কাগজ ছিড়ে করল কুটিকুটি
ভাবি এবার পদ্য লেখার দিব জনম ছুটি।
রাতের বেলা ঘুম ভেঙ্গেছে ঠান্ডা পরিবেশ
আবার লিখি- কেমন নেশা? পদ্য করি শেষ।।
পদ্য লেখার তরে আমার সকল হোল সারা,
এই পদ্যের মাঝে খুজে ফিরি আমার সকল হারা।


   --রচনা ৮মে, ২০১৭।