শ্যামল কোমল অমল প্রাতে ঊদাসী-নিবাসি রুদ্ধতায়
নির্জনে কোণে বাতায়ন পানে অরুণ-বরণে অক্ষি ধায়।
করুন নয়নে অরুণ-প্রভা নিদারুণ ছবি ব্যর্থতার,
মলিন মলয় বদনালয়ের মলিন রেখায় বাড়ায় আঁধার।
কিসের ব্যাথায় চোখের পাতায় শিরায় শিরায় অশ্রু?
কিসের আঘাতে আলোর তরিত্বে ভাঙিল হৃদয়তন্ত্র?
বিসর্জন করি তব করনারি এনেছিলে স্বাধীনতা-
সেই স্বাধীনতার মুক্ত দুয়ার নতিয়েছে তব মাথা!
এতো স্বাধীনতা রাখিব কোথা? রাখি বে-মাতার ঘাড়ে।
নুয়ে পড়ে ধীর বে-মাতার শির স্বাধীনতার ভারে!
অতি স্বাধীনতা দিল বিধাতা মদ্দা জনতার হাতে,
পরিহারি শান বরিয়াছে বাণ স্বাধীনতা অধঃপাতে।
অমৃতের লোভে ছুটেছিনু যবে বন্ধ করিনু নয়নদ্বয়-
স্বাধীনতা এলো, প্রতাপ বাড়িল, ভোগী'র হলো সমন্নয়!


রচনাকাল, ২০০২ সাল