সন্ধ্যাপ্রদীপ নিভে দাও, ঘনায়ে আসুক আঁধার-
তোমার আলোয় খুঁজে নেব জীবন প্রদীপ এবার।।


যত ব্যর্থ মলিন অতীত আঁধারেই হোক নিহিত,
গভীর আঁধার মাঝে বাতাস করুক সঙ্গীত,
আগামীর পথ খুঁজে নেব তোমারি পথের ওধার।
তোমার আলোয় খুঁজে নেব জীবন প্রদীপ এবার।


গভীর আধাঁরে মুখ খুলো- ঝরাও হাসির বান,
সে হাসির বানে ভেসে দেব যত গ্লানি আর অভিমান।
দখিণা মলয় এসে নাচুক তোমার কেশে,
উড়ুক শাড়ির আঁচল আমার বদন ঘেঁষে,
আঁধারের মাঝেই ললাট পরশ বুলাবে তাঁর।
তোমার আলোয় খুঁজে নেব জীবন প্রদীপ এবার।


সন্ধ্যাপ্রদীপ নিভে দাও, ঘনায়ে আসুক আঁধার-
তোমার আলোয় খুঁজে নেব জীবন প্রদীপ এবার।


   -- ৬ জুন ২০১৭