বিবাহ! সে তো অদৃশ্য এক সুতা
দু’প্রান্তে তাঁর দুইটি পাখি বাঁধা-
স্বাধীনভাবে শুন্যে উড়েও তবু
পাইনা ওড়ার পূর্ণ স্বাধীনতা।



* দ্রস্টব্যঃ কবিতাটি (অনুকাব্য) পুনরায় সম্পাদন করিলাম; অজ্ঞাতে 'লিমেরিক' হিসেবে প্রথম প্রকাশনার পরে প্রিয় কবিদের পরামর্শে বুঝলাম এটা মোটেও লিমেরিক নয়; হয়তবা অনুকাব্য হতে পারে। সম্পাদনা করে ভুল সংশোধন করিবার চেষ্টা করিলাম।