মৃগরূপী চাহি' তব মৃগরূপী আঁখি
উপবিষ্ট চৌকিপরে কল্পপুরীর পাখি।
         নানা রঙে রঞ্জিত-
        পোশাক সুসজ্জিত-
সৌরভে সুরভিত পুস্পমাল্য গলে
নূপুর ঝংকারে বসো শাহাজাদী ছলে


অভিরাম মুখশ্রী মনোহরা ঠাট,
চাঁদনীরাতে নদীতীরে চিকি বালুতট
       দন্ত ধবল দুগ্ধসম।
       অপরূপা অভিনব
স্বর্ণোজ্জল নোলকপরা তরূডগা নাক-
দৃষ্টে বুঝি ঘোমটা পরা বধু নির্বাক।


হাস্যমুখ মুক্তাবাহী, ভ্রমরকৃষ্ণ কেশ
যেন ঝর্ণার স্রোতধারা- নয়েগ্রার দেশ।
       তাঁর সর্ব গেহ ঢাকি
      যেন ঊর্মি আঁকিবাঁকি-
চপল পায়ে পৃষ্টপরে ময়ূরী নর্তকী-
পবন সেথায় খেলে খেলা তৈয়ারে ঝাঊশাখী।


ওহে সরসী কমল তুমি- কমলের ডানা,
হৃদয় জমিন মাঝে উড়ো পাখা বিনা।


--রচনাকাল, ১৯৯৭


*প্রায় ২০ বছর আগে একাদশ শ্রেণীর ছাত্র থাকাকালে উক্ত কবিতাটি লেখা-আমার অন্যতম প্রিয় লেখা।
*কম বয়সে লেখার কারণে ক্ষুদ্র ভুল ত্রুটি মার্জনীয় বলে মনে করি- তাছাড়া আমি একজন সৌখিন কবি কিনা।
*এক বন্ধুর সহযোগীতার যশোরের এক লোকাল পত্রিকায় সেই সময় কবিতাটি ছাপা হয়েছিল।