ওকে বলিতে পারিনা মুখে-
কতদিন তাঁরে রাখিয়াছি বুকে
রাখিয়াছি সুখে দুখে।
ওকে বলিতে পারিনা মুখে।


আমি বলিতে পারিনা তাঁরে-
আমার সারাটি হৃদয় জুড়ে,
আমার চোক্ষে, আমার বক্ষে,
আমার হিয়া মাঝে-  
‘তোমার কন্ঠ বাজে
ওগো, তোমার কন্ঠ বাজে’।


আমি বলিতে পারিনা হায়-
কেন তাঁহার কানন পুষ্পে ভরা,
আমার পুষ্প নাই।
হৃদ-হারানো গন্ধ তারি
আমায় করে সর্বহারি,
তাইতো ভুলে দুয়ার খুলে
তাঁহার পানে ধায়;
কেন তাঁহার কানন পুষ্পে ভরা
আমার পুষ্প নাই।


হয় যদি হোক সত্য তাই-
তোমার ফুলে সুবাস আছে,
আমার কানন শূন্যতায়;
তুমি সেই কাননের মালি হলে
ফুটবে ফুল একদিন।


   --রচনা, আনুমানিক ১৯৯৯ সাল।