দক্ষিণা বাতাস করে হাহুতাশ
খোলা বাতায়নে নেই কেহ-
অতি হতাশায় খুঁজে ফিরে ধায়
বাতায়নে ছিল কার দেহ।


প্রভাতে চড়ুই ডাকিছে নিতুই
বাতায়নে বসে একেলায়-
নিত্যদিবস ছিল যার বাস
হারিয়েছে দূর সীমানায়।


শ্বেতকামিনী কাহার ধ্বনি
শুনিয়া সুবাস দিত বায়!
আজ এ যামিনী সেই কামিনী
আঁধারে দুর্গন্ধ ছড়ায়।


স্নিগ্ধ বাহারি-রেশমের দাড়ি
পেলবতা পূর্ণ বদনে
ধর্মের বাণী শোনাতেন যিনি
প্রভাতে একেলা বাতায়নে-


আজি এ বিজনে বাতায়ন পানে
চেয়ে দেখি শূন্য চেয়ার;
কোন নিরালায় হারিয়েছে হায়
স্নেহময়ী পিতা যে আমার!


   -- রচনা, ৯ জুলাই ২০১৭।