#নীচের কবিতাটি একটি তামাশা; কাউকে
আঘাত করার জন্য নয়। কারো সাথে মিলে
গেলে অনুগ্রহ করে কিছু মনে নিবেন না#



যে যাই বলুক পড়ব না আর দুই লাইনের ছড়া
ভর্তি চুলে লাগে ভাল, ভাল লাগেনা ন্যাড়া-
শব্দগুলো চুলের মতো গেছে কখন ঝরে;
টাকের মাঝে বানর কি আর উকুন খুঁজে মরে?


টাকু মাথার সকল নরে কত টাকা ঢালে-
ভাসায় মাথা কবিরাজের নানান তেলে জলে,
সকাল সাঁঝে ছুটতে থাকে পার্লারে পার্লারে,
তেলা মাথা ঘষতে থাকে হারবালে হারবালে।


রকমারি চেষ্টা সেরেও চুল ওঠেনা টাকে-  
তখন তাঁরা পরচুলাতেই তেলা মাথা ঢাকে।
নকল চুলে তবু তো ভাই হলো মাথা ঢাকা-
সভ্যমাঝে ন্যাড়া ঢেকে গেল তো মুখ রাখা!


চুল ছাড়া ওই ন্যাড়া মাথা চাইনা কোন জন
ন্যাড়া ঢাকার তেষ্টা যে তাই থাকে সারাক্ষণ।
দুই লাইনের কাব্য যিনি লেখেন সকাল-সাঁঝে
চুলছাড়া ওই ন্যাড়ার মতো শব্দ সেকি খোঁজে?


--রচনা, ৩ জুন ২০১৭।